ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিতর্কিত ওয়াকফ বিল ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। শুক্রবার (১১ এপ্রিল) ফের অশান্ত হয়ে পড়ে জেলার জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ এলাকা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশের গুলিতে আহত হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে জেলার কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়িয়েছে প্রশাসন। এছাড়া মুর্শিদাবাদের রেলস্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভের কারণে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং আরও পাঁচটি ট্রেনকে গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সুতির সাজুরমোড় ও শমসেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড়ে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
একটি বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
সংঘর্ষের প্রেক্ষিতে ওইসব এলাকায় অন্তত ৩০০ বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পুলিশের সহায়তায় ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক অবরোধ সরানো ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরোধিতা করে সেখানকার মুসলিম জনগণ রাস্তায় নামে।
স্থানীয় বিক্ষোভকারী মর্তুজা হোসেন বলেন, “পুলিশের গুলিতে আমাদের তিনজন গুরুতর আহত হয়েছেন।”
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাঠে রয়েছে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সমন্বিত দল।
এসএস