কেরাণীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

ঢাকার কেরাণীগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা বলেন, ‘আমি ও আমার স্ত্রী পোশাকে স্টোনের কাজ করি। আমার স্ত্রী জারা আত্মীয়ের কাছে মেয়েকে রেখে যায়। গতকাল শনিবার রাত ১০টার দিকে বাসায় ফিরলে আমার মেয়েকে খুঁজে পাওয়া যায় না। পরে অনেক খোঁজাখুঁজির পর জসিম মিয়ার বাড়ির নিচ তলায় পাওয়া যায়। পরে আমার মেয়ে আমাদের দেখে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সে আমাদের জানায় পুতুল কিনে দেয়ার লোভ দেখিয়ে ওই সাততলা বাড়ির মালিক জসিম তাকে ছাদে নিয়ে তার সাথে খারাপ কাজ করে। পরে আমরা বিষয়টির থানা-পুলিশকে জানাই। এই ঘটনায় আমি বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে। পরে অসুস্থ অবস্থায় আমার মেয়েকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে আমার মেয়ে ভর্তি আছে।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনার পর বিষয়টি আমরা জানতে পারি। ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৪) দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে। অভিযুক্ত জসিমকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।’


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
‘হোম অ্যালোন’-এ ট্রাম্পের দৃশ্য এখন কলম্বাসের ‘গলার কাঁটা’ Apr 17, 2025
img
বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন যুবলীগ নেতা Apr 17, 2025
img
কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা Apr 17, 2025
img
লিভ ইনের পর সম্পর্কে ভাঙন, সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী Apr 17, 2025
img
যুক্তরাষ্ট্রের দুই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পররাষ্ট্রে Apr 17, 2025
img
বাধ্যতামূলক অবসরে দেওয়া হলো এনবিআরের ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে Apr 17, 2025
img
কুয়েতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের Apr 17, 2025
img
নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী Apr 17, 2025
img
উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমনা বালুচ Apr 17, 2025
সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় 'বরবাদ' Apr 17, 2025