ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল চ্যাটজিপিটি নির্মাতা

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবার মামলা করেছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে। এক্স ও টেসলার স্বত্বাধিকারীর বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ওপেনএআই’র ক্ষতি করতে হেন কোনো পন্থা অবলম্বন করা বাদ রাখেননি মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র দেওয়া তথ্যমতে, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে ওপেনএআই যাতে অ-লাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হতে না পারে সেজন্য ক্যালিফোর্নিয়ার একই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইলন মাস্ক। তবে গত মাসে (মার্চে) মাস্কের আর্জি খারিজ করে দেয় ফেডারেল আদালত।

এবারে মাস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের আশ্রয় নিয়েছে ওপেনএআই। মাস্ক যাতে পুনরায় তাঁদের কার্যক্রমে আর কোনো হস্তক্ষেপ করতে না পারে সেজন্য আদালত কর্তৃক নিষেধাজ্ঞা চাইছে তাঁরা। পাশাপাশি ওপেনএআই’কে হেনস্থার উদ্দেশ্যে মাস্কের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে শাস্তিমূলক ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে।

উল্লেখ্য, ২০১৫ সালে অ-লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও এআই খাতে উচ্চতর গবেষণা অব্যাহত রাখতে অধিক বিনিয়োগের প্রত্যাশায় লাভজনক কাঠামোয় রুপান্তরিত হতে চাইছে স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠানটি। তাঁদের পরিকল্পিত ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ উত্তোলন করতে হলে চলতি বছরের মধ্যেই ওপেনএআই-কে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হতে হবে।

বর্তমান সিইও স্যাম অল্টম্যানের মতোই ইলন মাস্কও ছিলেন ওপেনএআই’র প্রতিষ্ঠাতাদের একজন। তবে ২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি’র কল্যাণে আলোচনায় আসার অনেক আগেই ওপেনএআই ত্যাগ করেন মাস্ক। এরপর এআই চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। ২০২৩ সালে মাস্ক নিজেই প্রতিষ্ঠা করেন এআই স্টার্টআপ এক্সএআই। সম্প্রতি মাস্কের এক্স প্ল্যাটফর্মকে অধিগ্রহণ করেছে এক্সএআই। ফলে এআই খাতে ওপেনএআই’র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ইলন মাস্ক ও তাঁর প্রতিষ্ঠান এক্সএআই।
 
গত বছর থেকেই ওপেনএআই’র লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হওয়ার বিরোধিতা করতে শুরু করেন মাস্ক। তাঁর দাবি, প্রতিষ্ঠাকালীন লক্ষ্য থেকে সরে আসছে ওপেনএআই। তবে স্যাম অল্টম্যান বলেছেন, মাস্ক তাঁর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অগ্রগতিকে ব্যহত করার প্রচেষ্টা থেকেই এমনটা করছেন।

গত বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতি’তে ওপেনএআই বলেছে যে, তাঁদের বিরুদ্ধে মাস্কের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত। এআই খাতে ওপেনএআই’র অগ্রহতি ব্যহত করতে এবং ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শীর্ষস্থানীয় এআই উদ্ভাবনগুলো নিয়ন্ত্রণ করতেই মাস্ক এই কৌশল অবলম্বন করেছেন।

এমআর/এসএন


Share this news on: