গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় ক্ষতবিক্ষত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্স। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তারা ঘোষণা দিয়েছে—প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাকিস্তানি রুপি করে অনুদান দেবে দলটি।
গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার আগে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টসেই ঘোষণা দেন এই উদ্যোগের। তিনি জানান, মুলতান ক্রিকেটারদের প্রতিটি চার, ছয় কিংবা উইকেট শিকারের জন্য গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য অর্থ বরাদ্দ করবে দলটি।
পরে মুলতান সুলতান্সের মালিক আলি তারিন এক ভিডিও বার্তায় জানান, এই উদ্যোগ ক্রিকেটারদের ইচ্ছা থেকেই এসেছে। ছক্কা বা উইকেটের প্রতিটিতেই ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি করে সহায়তা যাবে। ম্যাচে তারা ৭টি ছক্কা ও ৬টি উইকেট নেওয়ায়, প্রথম ম্যাচ থেকেই মোট ১৫ লাখ রুপি (প্রায় সাড়ে ৬ লাখ টাকা) দান করার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও ম্যাচে জিততে পারেনি রিজওয়ানের দল। মুলতান ২৩৪ রানের বিশাল সংগ্রহ করলেও, জেমস ভিন্সের সেঞ্চুরিতে করাচি কিংস ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়।
এর আগে, ইসরায়েল-ফিলিস্তিন সংকটে বহুবার বর্বরতা দেখিয়েছে ইসরায়েল। ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে নতুন করে গাজায় হামলা শুরু করে তারা। শুধু গত ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ, যার বেশিরভাগই নারী ও শিশু।
এই পরিস্থিতিতে মুলতান সুলতান্সের এমন মানবিক পদক্ষেপ সাড়া ফেলেছে ক্রীড়াপ্রেমীদের মাঝে। তাদের এই উদ্যোগকে অনেকেই কেবল ক্রিকেট মাঠের গণ্ডি ছাড়িয়ে মানবিক দৃষ্টান্ত হিসেবেই দেখছেন।
এসএস/এসএন