এক শতকেরও বেশি সময় পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
আজ আইওসির নির্বাহী বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেট ইভেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে খেলোয়াড়। অর্থাৎ পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ১৮০ জন ক্রিকেটার অংশ নেবেন অলিম্পিকে।
তবে এখনো অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা চূড়ান্ত হয়নি। একইভাবে নির্ধারিত হয়নি ম্যাচ আয়োজনের ভেন্যুও। প্রাথমিকভাবে নিউ ইয়র্কে ক্রিকেট ম্যাচ আয়োজনের সম্ভাবনা জানানো হয়েছে।
এর আগে ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট প্রথম ও শেষবারের মতো অন্তর্ভুক্ত হয়েছিল। সেই আসরে অংশ নিয়েছিল মাত্র দুইটি দল— গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। দু’দিনের ম্যাচে জয় পায় গ্রেট ব্রিটেন এবং তারাই একমাত্র অলিম্পিক স্বর্ণজয়ী দল হিসেবে রেকর্ডে আছে।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আবারো ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেমন—
২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট ছিল,
২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিল নারীদের আটটি দল,
এবং ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে উভয় বিভাগেই ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল।
২০২৮ অলিম্পিকে ক্রিকেটের এই প্রত্যাবর্তন বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশাল খবর।
এসএস/এসএন