দেশের শোবিজ জগতের পরিচিত এক নাম প্রিয়াঙ্কা জামান। মডেল ও অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। কখনো নানান চরিত্রে অভিনয় করে, আবার কখনো উপস্থাপনায় নিজেকে তুলে ধরেছেন নতুনভাবে। ক্যামেরার সামনে যেমন নিজের মুগ্ধতা ছড়ান, তেমনি ব্যক্তিজীবনেও রয়েছে তার অনেক দায়িত্ব ও দৃঢ়তা।
শুধু অভিনয়েই নয়, প্রিয়াঙ্কা ধর্মীয় অনুশাসন পালনের দিক থেকেও সমান সচেতন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়াও তার অভ্যাস। তার মতে, সৌন্দর্যের মূল রহস্যই হলো এই ইবাদত। সম্প্রতি একটি ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রিয়াঙ্কা বলেন, “আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। নিয়মিত নামাজ আদায় করি, তাহাজ্জুদও বাদ দিই না। আমার বিশ্বাস, নামাজ পড়লে চেহারায় নূর চলে আসে, সৌন্দর্য আপনাআপনিই প্রকাশ পায়।”
২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন প্রিয়াঙ্কা জামান। এরপর নাটক ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। মনোয়ার হোসেন ডিপজল ও বাপ্পী দের সঙ্গে ছবিতেও দেখা গেছে তাকে। যদিও পরবর্তীতে নিয়মিতভাবে কাজের ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি। তবুও অভিনয়ের প্রতি ভালোবাসা আর নিজের আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলেছেন এই তারকা।