বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমের বাবা।
রোববার (১৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন ব্যারিস্টার সারা হোসেন।
গত ১০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী মেঘনাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারা অনুযায়ী, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আটকের আগে মেঘনা আলম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ঢুকে পড়ে। লাইভটি প্রায় ১২ মিনিট চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে ডিলিট হয়ে যায়।
এই ঘটনায় মানবাধিকার ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
এসএস/এসএন