দীর্ঘ নীরবতার পর বাংলা নববর্ষের দিন ফিরে এলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়া ও জনজীবন থেকে নিজেকে কিছুদিন আড়ালে রাখার পর নতুন বছরে এক আবেগঘন বার্তায় জানালেন নিজের অনুভূতির কথা।
গত বছর জুলাই আন্দোলনে সরব বাঁধনকে দেখা গিয়েছিল রাজপথে এবং সামাজিক মাধ্যমে। কিন্তু এরপর হঠাৎ করেই হারিয়ে যান আলোচনার কেন্দ্রবিন্দু থেকে। ছিল না কোনো পোস্ট, কোনো সাক্ষাৎকার, এমনকি কোনো ছবিও।
তবে পয়লা বৈশাখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাঁধন লেখেন,
“হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই।”
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা যে তাকে মানসিক শান্তি দিয়েছে, তা জানিয়ে তিনি আরও লেখেন,
“বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে।”
নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বাঁধন জানিয়ে দেন,
“আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি, তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। অন্যের মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি।”
পোস্টের শেষে তিনি লেখেন,
“কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ, যা আজকের আমাকে তৈরি করেছে। সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব।”
এই পোস্টের মাধ্যমে বাঁধন শুধু নিজের অবস্থান পরিষ্কার করলেন না, বরং প্রমাণ করলেন—নিজের মতো করে পথ হাঁটার সাহসটাই সবচেয়ে বড় শক্তি।
এফপি/টিএ