প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ, আর এতে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ দলও। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।
বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। ভেন্যু নির্ধারণ করা হয়েছে পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদ। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
এক বিবৃতিতে মহসিন বলেন, “এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং দেশের হুইলচেয়ার ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।”
তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের কোনো স্পনসর এখনো নেই। তাই আমরা সরকারের, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং বিসিবির কাছে আবেদন জানাই—এই দলটির পাশে দাঁড়িয়ে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিন।”
এসএস/এসএন