আগামী ২০ এপ্রিল থেকে সিলেটের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ।
আসন্ন সিরিজটি সামনে রেখে এরই মধ্যে গতকাল (রোববার) থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে।
তবে এই সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র নিশ্চিত করেছে যে জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার জায়গায় আসন্ন সিরিজে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দেশি কোচ সোহেল ইসলাম।
মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি ১৩০ দিনের। যে কারণে সেভাবেই রোটেশন সিস্টেম করেছে বিসিবি।
টিএ/