আজ নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী

আজ ১৪ এপ্রিল বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। মৃত্যুর ১৪ বছর পরও তাদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন তিনি।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনায়ক হিসেবে মান্না নামে পরিচিতি পেলেও তার পারিবারিক নাম এস এম আসলাম তালুকদার মান্না। ভক্তদের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন গণমানুষের নায়ক। নব্বই দশকের দাপুটে এ অভিনেতার ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল।

তাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মান্না। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলি’।

১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হন। তার অভিনীত ‘ত্রাস’ ব্যাপক সাড়া জাগানো একটি সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমার গান, অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়াও জীবদ্দশায় অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন তিনি।

নায়ক মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘ত্রাস’, ‘কাশেম মালার প্রেম’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’, ‘আব্বাজান’ ইত্যাদি।

অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন মান্না।

ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকের সহ-অভিনেত্রী শেলী কাদেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্রসন্তান রয়েছে।

২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না। জীবনযাত্রা শেষে জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা নায়ক মান্না।

দাপুটে এ অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) ‌‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের একটি গান কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন শিল্পী আসিফ আকবর। কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ।

জন্মদিন উপলক্ষে কৃতাঞ্জলির অফিসে আয়োজিত অনুষ্ঠানে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্না চলে যাওয়ার দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা শুরু করেছি। তার স্মরণে আসিফ আকবরের ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের গানটি আজ মুক্তি পেল।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার Apr 16, 2025
img
লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! Apr 16, 2025
img
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সাইবার হামলার অভিযোগ চীনের Apr 16, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে Apr 16, 2025
img
কেন সীমান্তে রাশিয়ার এস ৪০০ মোতায়ন করলো মোদি? Apr 16, 2025
img
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির Apr 15, 2025
img
এনসিপি যত সময় পাবে, ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, হোমিওপ্যাথি ডোজের মত: মাসুদ কামাল Apr 15, 2025
img
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা Apr 15, 2025
img
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ফলিস্তিনি গোষ্ঠীর Apr 15, 2025
img
১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে শাকিবের বরবাদ Apr 15, 2025