উত্তরবঙ্গের জঙ্গলে এবার টোটার অভিযান, ফেলুদাকে নিয়ে আসছে নতুন সিরিজ

কালিম্পংয়ের পাহাড়ি হাওয়ায় তখনো হয়তো সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদার ছায়া লুকিয়ে আছে। সেই রহস্যের গন্ধই আবার ছড়িয়ে পড়তে চলেছে পর্দায়—‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে ফিরছেন ফেলুদা। আর এই চরিত্রে আবারও টোটা রায় চৌধুরী।

‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর পর দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। নির্মাতারা বলেছিলেন, বেশি দেরি নয়, ফেলুদা আবার ফিরবেন। সেই প্রতিশ্রুতিই রক্ষা করছে এবার নতুন টিম। পরিচালনায় আছেন এবার কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনি একেবারে নতুন চোখে ফেলুদার রহস্যভ্রমণ উপহার দিতে চান দর্শকদের।

ফেলুদার সঙ্গী দুই অবিচ্ছেদ্য চরিত্র—জটায়ু এবং তোপসে—এই ভূমিকায় থাকছেন যথাক্রমে অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র।

জানা গেছে, ২২ এপ্রিল থেকেই শুরু হবে শুটিং। টোটা বর্তমানে মুম্বাইয়ে কাজ নিয়ে ব্যস্ত। ফিরেই বসবেন স্ক্রিপ্ট নিয়ে আলোচনায়। পরিচালক জানাচ্ছেন, আউটডোর দিয়েই শুরু হবে দৃশ্যধারণ—উত্তরবঙ্গের সবুজে মোড়া বনে-জঙ্গলে মিলবে রহস্যের ছায়া।

যে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে, সেই ‘রয়েল বেঙ্গল রহস্য’ একসময় রূপ পেয়েছিল রূপালী পর্দায়—সন্দীপ রায়ের পরিচালনায়, সব্যসাচী চক্রবর্তীর ফেলুদায়। এবার সেই গল্পই ফিরে আসছে নতুন আঙ্গিকে, নতুন স্বাদে।

ফেলুদা মানেই বাঙালির স্মৃতির অমূল্য ভাণ্ডার। তার চশমার পেছনের তীক্ষ্ণ চোখ, মগজাস্ত্র আর সহজাত বুদ্ধি—সব মিলিয়ে যেকোনো রহস্যের মোকাবিলায় ফেলুদার জুড়ি মেলা ভার। তাই টোটা যখন আবার ফেলুদা হয়ে ফিরছেন, তখন ভক্তদের উত্তেজনা তো থাকবেই।

 এফপি/এস এন

Share this news on: