বলিউডের কমেডি জগতে তার নামই যেন এক হাসির প্রতীক। ২০১৫ সালে ‘কিস কিস কো প্যায়ার কারো’ দিয়ে বড় পর্দায় ঝড় তুলেছিলেন কপিল শর্মা। সেই জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে এবার আবারও ফিরছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। পোস্টারে কপিলকে দেখা যাচ্ছে একেবারে পাঞ্জাবি বরের সাজে—প্যাস্টেল গোলাপি শেরওয়ানি, পাগড়ি আর ফুলের মালা পরে। কিন্তু পোস্টারের আসল আকর্ষণ ছিল তার পাশে দাঁড়ানো এক রহস্যময় কনে, যার মুখ পুরোপুরি ঢাকা। কে এই কনে? কেনই বা মুখ লুকিয়ে রাখা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।
পোস্টারেই আভাস মিলছে, ফের শুরু হতে চলেছে গুলিয়ে যাওয়া পরিচয়, হাস্যকর ভুল বোঝাবুঝি আর পারিবারিক কাণ্ডকারখানার এক ধুন্ধুমার অধ্যায়।
ছবিটি পরিচালনা করছেন অনুকল্প গোস্বামী, আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ‘ফুকরে’ খ্যাত মঞ্জোত সিং। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রতন জৈন, গণেশ জৈন এবং বলিউডের কিংবদন্তী পরিচালক জুটি আব্বাস-মাস্তান। ছবিটি প্রযোজনা করছে ভেনাস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং আব্বাস-মাস্তান ফিল্ম প্রোডাকশন প্রাইভেট লিমিটেড।
প্রথম ছবিতে কপিলের চরিত্র একসঙ্গে তিন স্ত্রী সামলাচ্ছিলেন, যাদের কেউই জানতেন না অন্যদের অস্তিত্বের কথা। সেই গল্পে ছিল একগুচ্ছ ভুল, গন্ডগোল আর হাসির জোয়ার। এবার কি আরও বড় কেলেঙ্কারি আসছে? পোস্টার দেখে তেমনটাই মনে করছেন দর্শকরা।
রিলিজের নির্দিষ্ট দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতীক্ষার উত্তেজনা। অনেকে বলছেন, কপিলের এই ছবি হতে চলেছে বছরের অন্যতম বিনোদনধর্মী ব্লকবাস্টার।
এসএম/টিএ