প্রাণনাশের হুমকি উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান প্রায় দুই বছর ধরে বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন । ২৪ ঘণ্টাই থাকতে হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে। তবুও থেমে নেই কাজ—নিয়মিত শুটিং করছেন, হাজির হচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে।

কখনও আবার নিজের খামারবাড়ি চলে যাচ্ছেন অবসর কাটাতে। যদিও এসবের মাঝে সালমানের পাশে যিনি ছায়াসঙ্গী হয়ে আছেন, তিনি শেরা। অভিনেতার দীর্ঘ দিনের নিরাপত্তারক্ষী। অভিনেতার সব গতিবিধি যেন তার নখদর্পণে।

সালমানকে সারাক্ষণ আগলে রাখছেন। এবার মুম্বাই বিমানবন্দরে মেজাজ হারালেন তিনিই। সালমানের জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী শেরা। তার সঙ্গে দেশবিদেশে শুট থেকে আদালত পর্যন্ত ঢাল হয়ে সামনে থেকেছেন তিনি।

এমনকি সালমানের গ্রেফতারের সময়েও পুলিশের তোয়াক্কা না করে তার সঙ্গে ছিলেন শেরা। শুরু থেকেই সালমানকে ‘মালিক’ বলে ডাকেন তিনি। টানা ২৬ বছর একসঙ্গে থেকে শেরাও এখন খান পরিবারের সদস্য।

রবিবার ( ১৩ এপ্রিল) সকালে সালমান মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন কোনও ছবি তুলতে চাননি তিনি। তার দেহরক্ষী শেরা নিশ্চিত করেছিলেন, যেন তার ‘মালিক’ বিরক্ত না হন। কিন্তু ততক্ষণে সালমানকে দেখে হইচই শুরু করেন পাপারাজ্জিরা।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে পাপারাজ্জিরা সালমানকে দেখে তীব্র স্বরে চিৎকার করতে শুরু করেন। সালমানের নিরাপত্তারক্ষী বার বার সকলকে সরে যেতে বললেও কেউ কোনও কথা কানে তুলতে রাজি নন। এক পর্যায়ে এসে শেরাকে খানিক আক্রমণাত্মক ভাবে কিছু আলোকচিত্রীকে দূরে ঠেলে সরিয়ে দিতে দেখা যায়।
শেরা চিৎকার করে বলেন, ‘কেউ দাঁড়াবেন না এখানে, একদম কারও মুখ দেখতে চাই না।’

পাপারাজ্জিরা দল কথা শুনতে রাজি নয়। ততক্ষণে মেজাজ হারিয়ে ধমক দেন শেরা। বলেন, ‘অনেক হয়েছে, যান বলছি।’ পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও তিরস্কার করেন। শেষ পর্যন্ত কোনও মতে সালমানকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন শেরা।

আরএম/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৪০০ জনেরও বেশি: জাতিসংঘ Apr 15, 2025
img
ছেলেকে লাল পাগড়ি পরিয়ে নববর্ষ উদযাপন পরীমণির Apr 15, 2025
img
আশুলিয়ায় মরদেহ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে Apr 15, 2025
img
বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল Apr 15, 2025
img
মা হতে না চাওয়াও স্বাভাবিক! আমি অনেকটা সময় কাটিয়ে সিদ্ধান্ত নিয়েছি Apr 15, 2025
img
যুক্তরাষ্ট্রের আগে মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Apr 15, 2025
img
‘রিয়াল মাদ্রিদ হাল ছাড়ে না’ — আর্সেনালকে সতর্ক করলেন মার্সেলো Apr 15, 2025
img
রোম নয়, মাসকাটেই হচ্ছে ইরান-মার্কিন পরমাণু আলোচনা Apr 15, 2025
img
শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা Apr 15, 2025
img
ঢাকার সড়কে গণপরিবহন কম, ভোগান্তি Apr 15, 2025