ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা ৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরে।

ভূমিকম্পটি গভীর সমুদ্রে হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র। এখন পর্যন্ত এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত সৈকতের জন্য পরিচিত ফিজি ২০২৪ সালে প্রায় ১০ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে।


এসএস/এসএন 

Share this news on: