শিকাগোর সোলজার ফিল্ডে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকের উপচে পড়া ভিড়ে গড়ে উঠেছে শিকাগো ফায়ারের ইতিহাসের এক নতুন রেকর্ড। মাঠে উপস্থিত ছিলেন ৬২,৩৫৮ জন দর্শক—এক ম্যাচে ক্লাবটির সর্বোচ্চ উপস্থিতি। এই বিশাল জমায়েতের মূল আকর্ষণ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে পুরো ৯০ মিনিট মাঠে থেকেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। গোলের একাধিক সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হয়েছেন।
মেজর লিগ সকারে শিকাগো ফায়ারের বিপক্ষে এটি ছিল মেসির প্রথম ম্যাচ। শুরুতেই গোলের সুযোগ পেলেও শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডির অসাধারণ সেভে বঞ্চিত হন তিনি। ৬৩ ও ৮৫তম মিনিটে পাওয়া দুটি ফ্রি-কিকেও ভাগ্য সহায় হয়নি—দুবারই বল লাগে ক্রসবারে। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।
এই নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল ডেভিড বেকহ্যামের দল। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি।
তবে গোল না পেলেও মেসির উপস্থিতি ও চেষ্টা শিকাগোর ফুটবল প্রেমীদের মনে এক বিশেষ রোমাঞ্চ ছড়িয়েছে, যা সোলজার ফিল্ডে রেকর্ড দর্শকসংখ্যা দিয়েই প্রমাণিত।