শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান, হাতে মাত্র ৪ উইকেট—আয়ারল্যান্ডের বিপক্ষে হারটাই যেন নিয়তির মতো এগিয়ে আসছিল বাংলাদেশের সামনে। দ্রুত ফিরে যান সুমনা ও রাবেয়া, কিন্তু তখনো ক্রিজে ছিলেন রিতু মণি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা এই অলরাউন্ডার আবারও প্রমাণ করলেন নিজের দক্ষতা।
সহ-অধিনায়ক নাহিদা আক্তারকে নিয়ে গড়লেন ৫৪ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি। মাত্র ৩৪ বলেই গড়া এই জুটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। রিতু খেলেছেন ২০০ স্ট্রাইকরেটে, একের পর এক বাউন্ডারি মেরে জয়ের পথ সহজ করে দিয়েছেন। আর এই জুটিই গড়েছে নতুন ইতিহাস।
রানতাড়ার সময় নবম উইকেটে ৫০-এর বেশি রান তুলে ম্যাচ জেতানোর ইতিহাস গড়েছেন রিতু ও নাহিদা—নারী ক্রিকেটে এর আগে এমন হয়নি।
৯ রানের বেশি রানরেটে নবম উইকেটে ৫০-এর বেশি রানের একমাত্র জুটিও এই দুই বাংলার মেয়ের।
এশিয়ান নারী দলগুলোর মধ্যে নবম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি এটি (৫৪ রান)।
বাংলাদেশের নবম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও এখন রিতু-নাহিদার দখলে।
এই জয় বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জেতা ম্যাচ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আর টুর্নামেন্টের টেবিলেও শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল—দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট।
আয়ারল্যান্ড এখনো জয়শূন্য, পয়েন্ট টেবিলের তলানিতে।
এসএস/এসএন