ঝিনাইদহে কুকুর আতঙ্ক, আহত ১৫

ঝিনাইদহ পৌরসভাধীন হামদহ এলাকায় কুকুরে কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (১৩ এপ্রিল) সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত ২৫ জনকে আক্রমণ করেছে তার মধ্যে ১৫ জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী আসাদ মোল্লাহ জানান, আজ সকাল থেকেই বেশ কয়েকটি কুকুর দল বেধে ঘোরাফেরা করা অবস্থায় সামনে যাকেই পাচ্ছে তাকেই কামড়ানোর উদ্দেশে তাড়া করছে। বেশ কয়েকজন নারী-পুরষ কাকুরের কামড়ও খেয়েছে। আমাকেও তাড়া করে একটি কুকুর। মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে কুকুরটি পালিয়ে যায়।
এরপর আহত অবস্থায় এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাপস কুমার বলেন, আমরা আজ সারাদিনে অন্তত ১৫ জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি । তাদের মধ্যে আছাদ মোল্লা নামে একজন গুরুতর অসুস্থ্ থাকায় তাকে হাসপাতালে রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিশুসহ অন্যান্যরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যদিও বের হচ্ছেন তবে সাথে নিচ্ছেন লাঠি। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরএম/এসএন

Share this news on: