আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ কর্মী ছাঁটাই

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ‘অতিরিক্ত জনবল’ দেখিয়ে বগুড়ার কারখানা থেকে ৫৪ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুতরা বলছেন, গত বৃহস্পতিবার অফিস ছুটির সময় তাদের বলা হয়, আজ রবিবার থেকে তাদের আর অফিসে আসতে হবে না। তাদের অভিযোগ, তারা প্রত্যেকেই ১০ থেকে ১৫ বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছেন। কিন্তু ‘আওয়ামী রাজনীতি করছেন’ ট্যাগ দিয়ে তাদের চাকরিচ্যুত করা হলো।

কারখানায় কর্মরত আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সিনিয়র ক্লার্ক আমিনুল হক লোকমান জানান, তারা দীর্ঘ ১৫ বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত।

গত বৃহস্পতিবার বিকালে ছুটির পর পুলিশ ডেকে এনে ৫৪ জনকে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত জনবলকে শ্রম আইনের ধারা-২৬ অনুয়ায়ী ১০ এপ্রিল থেকে চাকরিচ্যুত করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক-কর্মচারী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড মূলত রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। যখন যে সরকার আসে তখন তাদের নেতাকর্মী ও স্বজনদের এখানে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানে সবসময় প্রয়োজনীয় জনবলের অধিক কর্মরত থাকেন।

একটি টেবিলে চার-পাঁচ জন করে বসেন। অনেকে কাজ না করেও মাসে বেতন তোলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পার ঢাকা, বগুড়া, খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ইডিসিএল কর্মরতদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিতদের চিহ্নিত করা হয়। এরপর শুরু হয় ছাঁটাই। চাকরিচ্যুতরা বর্তমান সরকারের মামলা ও গ্রেফতারের আশঙ্কা করছেন। তাই তারা চাকরিচ্যুতির ব্যাপারে কোনও প্রতিবাদ করার সাহস দেখাননি। এমনকি সাংবাদিকদেরও বিষয়টি জানাননি।

ইডিসিএলের বগুড়ার প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, তিনি এখানে ২০১২ সাল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। গোপালগঞ্জে বিএনপি পরিবারের সদস্য তিনি। তার বাবা এসএ সবুর ১৯৭৮ সালে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অথচ শুধু জেলা গোপালগঞ্জ হওয়ায় তাকে আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে চাকরিচ্যুত করা হলো।

এ বিষয়ে কারখানার উপমহাব্যবস্থাপক (প্ল্যান্টপ্রধান) হেলাল উদ্দিন বলেন, ‘অতিরিক্ত জনবল দেখিয়ে প্রধান কার্যালয় থেকে ৫৪ জনকে টারমিনেশন করা হয়েছে। তবে বগুড়া কারখানায় এক হাজার ১৬৭ জন শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। কারখানার প্ল্যান্ট অনুযায়ী সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী প্রয়োজন। অন্য কারখানাগুলোতেও অতিরিক্ত জনবল রয়েছে।’

তবে কয়েক মাস আগে ৮৫ জন নতুন শ্রমিক-কর্মচারী নিয়োগের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘প্রধান কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ইডিসিএলে নিয়োগ এবং শ্রমিক ছাঁটাই প্রধান কার্যালয় থেকে করা হয়। এখানে আমাদের করার কিছুই নেই।’

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অসুস্থ চালকের জায়গায় গাড়ি চালালেন হাসনাত আব্দুল্লাহ Jul 06, 2025
img
যৌথ অভিযানে ধরা পড়ল আন্তঃজেলা ডাকাত সর্দার Jul 06, 2025
img
প্রয়োজনে পর্যাপ্ত ডকুমেন্টস সরবরাহ করা হবে : ফরহাদ Jul 06, 2025
img
টলিপাড়ার দ্বন্দ্বে কাজহীন অনির্বাণ Jul 06, 2025
img
কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই : সালাহউদ্দিন Jul 06, 2025
img
রেকর্ড জয়ে সিরিজে সমতা ভারতের Jul 06, 2025
img
ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা Jul 06, 2025
img
লোহিত সাগরে জাহাজে হামলা, চলছে গোলাগুলি Jul 06, 2025
img
৫ আগস্ট গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব : নাহিদ Jul 06, 2025
img
বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক Jul 06, 2025
img
ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Jul 06, 2025
img
ট্রাম্পের শুল্ক স্থগিতের তিন মাস সময় শেষের পথে, পরবর্তীতে কী হবে Jul 06, 2025
img
কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে : আইসিটি সচিব Jul 06, 2025
img
সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাজ্য, বিশাল আর্থিক সহায়তার ঘোষণা Jul 06, 2025
img
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি Jul 06, 2025
img
ডিসি-এসপিরা চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন : হাসনাত Jul 06, 2025
img
আগস্টে ভারত না আসায় বিকল্প প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ Jul 06, 2025
img
আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ Jul 06, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 06, 2025
img
নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি : শায়েখে চরমোনাই Jul 06, 2025