এক যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধের পর অবশেষে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করছে যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়ার রাজধানী দামেস্ক সফরের পর এই ঘোষণা দেয়া হয়েছে।
বৈঠকে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করার ঘোষণা দেন ল্যামি। এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো দেখা যাচ্ছে। স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সিরিয়ার নতুন সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করা যুক্তরাজ্যের স্বার্থের অন্তর্ভুক্ত।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
আমি চাই এই নতুন সরকার যেন তাদের অন্তর্ভুক্তিমূলক শাসন চালিয়ে যায়, তাদের শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। সামনের দিনগুলোতে শান্তিপূর্ণ রূপান্তরের পথে সিরিয়াকে সমর্থন দিতে যুক্তরাজ্য প্রস্তুত। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ব্রিটেন। বৈঠকে ল্যামি বলেন, সিরিয়ার জন্য ১২ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া ল্যামি একমাত্র ব্রিটিশ মন্ত্রী যিনি গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফর করলেন।
বিবৃতিতে তিনি জানান, সহায়তা প্যাকেজটি জরুরি মানবিক সাহায্যের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্গঠনে ব্যবহার করা হবে, বিশেষ করে শিক্ষা খাতে উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হবে।
চলতি বছরের এপ্রিলে সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয় ব্রিটেন। এই ঘোষণার পর বিনিয়োগ উৎসাহিত করার জন্য সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন তেল কোম্পানিসহ ২৩টি সংস্থার সম্পদ অবমুক্ত করা হয়েছে। তবে বাশার আল-আসাদ সরকারের সদস্যদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।