পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম আট রাউন্ডের খেলা শেষ হয়েছিল। ঈদের ছুটির পর বাকি তিন রাউন্ডের খেলা শেষ হয়েছে গত রোববার। এবার সুপার লিগ শুরু হবে আগামী বুধবার। এর আগে গ্রুপ পর্ব শেষে কোন বোলার বা ব্যাটার সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন, তা দেখে নেওয়া যাক সংক্ষিপ্তভাবে।
গ্রুপ পর্বে বল হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছেন স্পিনাররাই। শীর্ষ পাঁচ বোলারের মধ্যে তিনজন স্পিনার, আর দুইজন পেসার।
রাকিবুল হাসান (আবাহনী লিমিটেড): ১১ ম্যাচে ২৩ উইকেট। ইকোনোমি রেট ৪.০৭, গড় ১৫.৪৮।
তাইজুল ইসলাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব): ১১ ম্যাচে ২৩ উইকেট, ইকোনোমি ৪.২৭, গড় ১৮.১৭।
মোসাদ্দেক হোসেন সৈকত (আবাহনী): ২০ উইকেট, ইকোনোমি ৩.৯৪, গড় ১৬.৩।
পেসারদের মধ্যে ছিলেন:
শরিফুল ইসলাম (লিজেন্ডস অব রূপগঞ্জ): ১০ ম্যাচে ২০ উইকেট, ইকোনোমি ৪.৫৩, গড় ১৭।
আসাদুজ্জামান পায়েল (গুলশান ক্রিকেট ক্লাব): ১০ ম্যাচে ২০ উইকেট, ইকোনোমি ৫.৪২, গড় ২১.৬৯।
শেষ বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এবারের ডিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন এনামুল হক বিজয়।
এনামুল হক বিজয়: ১১ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৬৫৫ রান, ৬১টি চার ও ১৭টি ছক্কা।
নাঈম শেখ (প্রাইম ব্যাংক): ৬১৮ রান, স্ট্রাইকরেট প্রায় ১২২। ৬৬টি চার ও ২৭টি ছক্কা।
পারভেজ হোসেন ইমন (আবাহনী): ৫৬৯ রান, ৫১টি চার ও ৩১টি ছক্কা।
নুরুল হাসান সোহান (ধানমন্ডি স্পোর্টস ক্লাব): মিডল অর্ডারে ব্যাট করে ৫২২ রান। ৫১টি চার ও ১২টি ছক্কা।
সাদমান ইসলাম (অগ্রণী ব্যাংক): ৪৬৯ রান, ৪৯টি চার ও ৪টি ছক্কা।
সুপার লিগে এই পারফর্মাররাই যে নিজেদের দলের ভরসা হয়ে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না।
এসএস/এসএন