ভারতের প্রথম সুপারহিরো ইউনিভার্সে ফিরছে নস্টালজিয়ার ঝলক, আধুনিক প্রযুক্তির তুফানে। ১২ বছর পর আবার রুপালি পর্দায় ফিরছেন ‘কৃষ’। তবে এবার শুধু সুপারহিরো নয়, পরিচালক হিসেবেও আবির্ভূত হচ্ছেন হৃত্তিক রোশন।
বলিউডের সবচেয়ে সফল সাই-ফাই ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ে দেখা যাবে বহু চেনা মুখ। ‘কোই মিল গয়া’র সেই নীল এলিয়েন জাদু আবার ফিরে আসছেন। একসময় যিনি এক প্রজন্মের শিশুমনে গেঁথে গিয়েছিলেন চিরকালীন বিস্ময়ের প্রতীক হয়ে, এবার তিনি আবার নিয়ে আসবেন সেই ম্যাজিক— পুরনো দর্শকের স্মৃতি আর নতুন দর্শকের কৌতূহলের মাঝে তৈরি হবে এক অদ্ভুত সেতুবন্ধ।
আর এই জাদুময় ফিরে আসার সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, আগের ছবি ‘কৃষ’-এ যাঁর প্রিয়া চরিত্র দর্শক মনে শক্তভাবে জায়গা করে নিয়েছিল। সূত্র বলছে, হৃত্তিকের নতুন ভিশনের কথা শুনেই রাজি হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার তাঁর চরিত্রের পরিসর হবে আগের চেয়েও গভীর।
সবচেয়ে চমকপ্রদ খবর— হৃত্তিক রোশন নিজেই এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তিনি একত্রিত হয়েছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে, আর এই জুটি মিলে গড়তে চলেছেন ভারতের অন্যতম বৃহৎ সাই-ফাই প্রোজেক্ট।
২০২৬ সালের শুরুতেই শুরু হবে শুটিং। YRF-এর স্টুডিওতে চলছে প্রি-প্রোডাকশনের তোড়জোড়, ভিএফএক্স টিম ব্যস্ত প্রি-ভিজুয়ালাইজেশনে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে স্ক্রিপ্ট। এমনকি ছবির বাজেট নিয়েও বলিউডে গুঞ্জন তুঙ্গে— কেউ কেউ বলছেন, এটি হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি, যেটি মার্ভেল বা ডিসির ছবির সঙ্গে তুলনা টানতে পারে।
‘কৃষ ৪’-এর আগেই মুক্তি পাবে হৃত্তিকের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’, যেখানে তাঁর সঙ্গে থাকছেন জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী। মুক্তির তারিখ ২০২৫ সালের ১৪ আগস্ট।
সব মিলিয়ে বলিউডের পর্দায় আসছে এক আশ্চর্য মেলবন্ধন— স্মৃতির জাদু আর প্রযুক্তির ভবিষ্যৎ একসঙ্গে ধরা দেবে ‘কৃষ ৪’-এ। হৃত্তিক, প্রিয়াঙ্কা আর জাদুর এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে হতে চলেছে এই দশকের অন্যতম প্রতীক্ষিত মুহূর্ত।
এফপি/টিএ