প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে অংশ নিলেন বাংলাদেশ নারী ফুটবল দল। সংষ্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হওয়া এবারের আনন্দ শোভাযাত্রায় সমাজের নানান পেশা ও ধর্মের মানুষের সঙ্গে আমন্ত্রিত ছিল বাংলাদেশ নারী ফুটবল দলও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় নারী ফুটবলারদের। অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের প্রায় সবাইকেই এই র্যালিতে দেখা যায় । একইসাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও এই উৎসবে অংশ নেন।
জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত উপভোগ করেন। এছাড়া আনন্দ শোভাযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা নানান শিল্পকর্ম ও প্রতিকৃতি আগ্রহভরে দেখেন তারা।
বর্ষবরণ র্যালিতে ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারের আমন্ত্রণ সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই প্রথম । এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
ফুটবল অঙ্গনের তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানাতে ভুল করেনি শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ। স্মৃতি ধরে রাখতে অনেকেই মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন এই তারকাদের ।
টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দলকে সংস্কৃতি মন্ত্রণালয় একুশে পদক প্রদান করে। একুশে পদক পাওয়া সাফ চ্যাম্পিয়ন দলের নয়জন ফুটবলার বর্তমানে ভুটানে অবস্থান করছেন।
এসএম/টিএ