২ হাজার ১৭৫ দিনের ব্যবধানে ২৬ রানে গড়া ধোনির অনন্য যত কীর্তি
মোজো ডেস্ক 08:23AM, Apr 15, 2025
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অভিজ্ঞ ব্যাটার।
১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে যখন তিনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন, তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ বলে ৫৬ রান। ধোনির ব্যাটে ভর করেই ম্যাচটি শেষ হয় ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই। শিভাম দুবের সঙ্গে ২৮ বলে ৫৮ রানের জুটিতেও বড় ভূমিকা রাখেন তিনি।
এই পারফরম্যান্সে ধোনি শুধু ম্যাচসেরা নির্বাচিত হননি, গড়েছেন একাধিক রেকর্ডও। তিনি আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি উদ্বোধনী আসর ও ১৮তম আসরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। সেইসঙ্গে সবচেয়ে বেশি বয়সে ম্যাচসেরা হওয়া ক্রিকেটারের তালিকাতেও উঠে এসেছেন সবার ওপরে—৪৩ বছর ২৮১ দিন বয়সে এই কীর্তি গড়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
এছাড়া আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডও এখন ধোনির দখলে।
এর আগে আইপিএলে ধোনি কখনো এত কম রানে ম্যাচসেরা হননি। ২০০৮ সালে ৩৩ রানে এবং ২০১৯ সালে ৪৪ রানে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। সর্বশেষ ম্যাচসেরা হয়েছিলেন সেই ২০১৯ সালে, প্রায় ২১৭৫ দিন আগে।
তবে সবচেয়ে দীর্ঘ ব্যবধানে ম্যাচসেরা হওয়ার রেকর্ড এখনও করন শর্মার দখলে—৮ বছরের ব্যবধানে চলতি মৌসুমে পুরস্কার জিতেছেন তিনি।