কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন এমবাপ্পে?

আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে জয় পেলেও দুশ্চিন্তা বাড়িয়েছে কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড। বাজে ট্যাকেলের কারণে ম্যাচের ৩৮তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

শুরুতে হলুদ কার্ড দেখালেও, ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান রেফারি। সরাসরি লাল কার্ড দেখান ফরাসি ফরোয়ার্ডকে।

লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা অনুযায়ী, বলের দখলের লড়াইয়ে সংঘটিত সহিংস আচরণে এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, ট্যাকেলটি অতটা গুরুতর না হওয়ায় এমবাপ্পে সম্ভবত এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। তবে দুই ম্যাচ পেলে তিনি মিস করবেন ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাব এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে ম্যাচ।

আর যদি তিন বা তার বেশি ম্যাচের নিষেধাজ্ঞা হয়, তাহলে ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালও মিস করতে পারেন এই ফরাসি তারকা।

তবে এখনই কিছু নিশ্চিত নয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রিয়াল ভক্তদের।


এসএস/এসএন

Share this news on: