শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

শহরের কংক্রিটের দেয়ালের ফাঁকে আটকে থাকা শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে নিঃসঙ্গতায়। খেলার মাঠের অভাব ও ব্যস্ত পারিবারিক জীবন শিশুকে গড়ে তুলছে একা, নিঃসঙ্গ ও আবেগশূন্য মানুষ হিসেবে। সমাজ বিজ্ঞানীরা বলছেন, শিশুদের জন্য প্রয়োজনীয় খেলার মাঠ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করা।

শৈশব মানেই বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, হৈচৈ, রঙিন দিন-রাত। দল বেঁধে মাঠে হারে রে রে করে দৌড়, বাঁধন হারা দূরন্ত শৈশব। কিন্তু কালের পরিক্রমায় এসবই এখন স্মৃতি। কংক্রিটের দেয়ালে বন্দি শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে নিঃসঙ্গতায়।

সম্পর্কের সীমানাও যেন এখন আঁটসাঁট। তাইতো ঘরের কোণে বসে মোবাইলে কার্টুনের রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়া শহরের শিশুদের নেই কোনো বন্ধুত্ব, নেই খেলায় মেতে ওঠার আনন্দ। শহরের এই শিশুদের কাছে একমাত্র বিকেলের ছাদ কিংবা বাসার গ্যারেজই যেন একান্ত নিজের রাজ্য।

খেলার মাঠের অভাব ও ব্যস্ত পারিবারিক জীবন শিশুকে গড়ে তুলছে একা, নিঃসঙ্গ ও আবেগশূন্য মানুষ হিসেবে, যার অনেকটাই ব্যতিক্রম গ্রামের শিশুদের ক্ষেত্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শিশুর সুস্বাস্থ্যের জন্য দিনে অন্তত এক ঘণ্টা শারীরিক সক্রিয়তা জরুরি, যা শহরের শিশুদের ক্ষেত্রে নেই বললেই চলে। ফলে তারা হয়ে পরছে অতিরিক্ত প্রযুক্তিনির্ভর, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে মারাত্মক প্রভাব।

তবে ব্যতিক্রম গ্রামের শিশুদের বেলায়। নদীর পানিতে ডুবসাঁতার, বন্ধুদের সঙ্গে খুঁনসুটি গল্পে শৈশব এখানে মুক্ত পাখির মতো। যেন বইয়ের বাইরে শেখার আছে এক বিশাল জগৎ। এই শিশুদের ছেলেবেলা রঙিন হয় প্রকৃতির অফুরন্ত রঙে, দিন কাটে একান্ত পারিবারিক আবহে।

গবেষণা বলছে, শহরের শিশুরা ঘরের বাইরে খেলার সুযোগ পায় দিনে গড়ে ১ থেকে ২ ঘণ্টা। যেখানে গ্রামের শিশুরা পায় ৪ থেকে ৫ ঘণ্টা। এছাড়াও ২০২২ সালে প্রকাশিত এক গবেষণা অনুসারে, দেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের ৭৩.৫ শতাংশের মাঝেই রয়েছে মানসিক চাপজনিত লক্ষণ, যার মধ্যে গ্রামীণ কিশোর-কিশোরীদের মধ্যে চাপ দেখা যায় সবচেয়ে কম যা প্রায় ৩২ শতাংশ।

দীর্ঘদিন একাকিত্ব নিয়ে শৈশব পার করছে যেসব শিশু, তাদের মানসিক বিকাশে পরছে নেতিবাচক প্রভাব। ধীরে ধীরে এই শিশুরা হয়ে পরে অন্তর্মুখী, কমে সামাজিক দক্ষতা। মনোবিদরা বলছেন, প্রযুক্তিনির্ভর হওয়ায় বিষণ্নতা ও উদ্বেগের শিকার হতে পারে তারা।

এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের শিশু-কিশোর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. জেবুন নাহার  বলেন, ‘বিভিন্ন পরিবেশ ও সামাজিক পরিস্থিতিতে যোগাযোগের দক্ষতা গ্রামের বাচ্চাদের তুলনায় শহরের বাচ্চাদের কম। ইন্টারনেট, গেমিং বা পর্নোগ্রাফিতে আসক্তির বিষয়টা শহরের বাচ্চাদের মধ্যে বেশি।’

সমাজ বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গ্রামের বাচ্চাদের মধ্যে হয়ত ১০ শতাংশ সমস্যা হতে পারে। কিন্তু শহরের বাচ্চাদের মধ্যে ৮০ বা ৯০ শতাংশ সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে। নিরাপত্তার সমস্যাটা দূর করতে পারলে এবং কিছু দৃশ্যমান পদক্ষেপ যেমন খেলাধূলার মাঠ ও পরিবারের সঙ্গে বাচ্চাদের সময় কাটাতে দিলে ভালো কিছু হতে পারে।

প্রযুক্তির নেতিবাচক প্রভাবে গ্রামের শিশুদের রঙিন শৈশবও ধীরে ধীরে হচ্ছে ধূসর। সেজন্যে শহর কিংবা গ্রাম সবখানেই প্রয়োজন শিশুর বাড়তি যত্ন ও সুরক্ষা, যাতে প্রতিটি শিশুই তার শৈশবকে মনে রাখতে পারে রঙিন জলছবির মতো। না হয় আক্ষেপে (অপূর্ণতার) শৈশবের দ্বায়ভার বর্তাবে আমাদের সবার উপর।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বৈধ উৎস নেই, তারিক সিদ্দিকের সম্পদ বাজেয়াপ্তের আহ্বান Jul 04, 2025
গোলাম মাওলা রনির প্রতি সরাসরি অভিযোগ প্রেস সচিবের Jul 04, 2025
বাংলাদেশপন্থী কারা, হাসনাত আব্দুল্লার উত্তর Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে ভোটাধিকার নিশ্চিত হবে, রোধ হবে দুর্নীতি : মাসুদ সাঈদী Jul 04, 2025
img
বিএনপিতে কোনো হাইব্রিডদের জায়গা হবে না : আহমেদ আযম খান Jul 04, 2025
img
দিয়োগো জোতার সম্মানে তার ২০ নাম্বার জার্সি তুলে রাখলো লিভারপুল Jul 04, 2025
img
‘আমায় পাকিস্তানি বললেও চলবে’, পুরনো মন্তব্যে ফের বিতর্কে কারিনা Jul 04, 2025
img
বাংলাদেশ-ভারত সিরিজ স্থগিত হলে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি Jul 04, 2025
img
আমাদের বিচ্ছেদ পারসোনাল ইস্যু ছিলো না, ছিল ন্যাশনাল ইভেন্ট: মিথিলা Jul 04, 2025
img
ফিরছে ‘গাল্লি বয়’, তবে এবার নতুন মুখে ও নতুন দৃষ্টিভঙ্গিতে Jul 04, 2025
img
টিকটক তারকা ক্রিস্টোফারকে গুলি করে হত্যা Jul 04, 2025
img
গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাল শতাধিক মানুষ Jul 04, 2025
কঙ্গনার ব্যক্তিগত ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজের ছবিও Jul 04, 2025
img
সোনাক্ষী অভিযোগ: স্বামীর স্নেহেই খানিক মুটিয়ে গেছেন, লোকে বলছেন অন্তঃসত্ত্বা Jul 04, 2025
img
ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি : নাহিদ ইসলাম Jul 04, 2025
img
অক্ষুণ্ণ রইলো সাকিবের বিশ্বরেকর্ড Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কর্তৃত্ব থাকবে না : গোলাম পরওয়ার Jul 04, 2025
img
পুশইন করতে হলে শেখ হাসিনা ও তার দোসরদের পাঠান : নাহিদ Jul 04, 2025
img
‘মেট্রো ইন দিনো’র প্রিমিয়ারে কার্তিকের সঙ্গে দর্শনা! চলছে গুঞ্জন Jul 04, 2025
img
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপির Jul 04, 2025