'ডন থ্রি'র নায়িকা কে হতে যাচ্ছেন এই নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল। জানা যাচ্ছে, শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের পারদ চড়ছে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’।
সূত্রের খবর, শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী। প্রযোজনা সংস্থার তরফে এই খবরে সিলমোহরও দেওয়া হয়েছে। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম।
আরআর/টিএ