ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার ক্যাপের সাটার ভেঙে পড়েছে লরির ওপরে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে একটি লরি এসে পিয়ার ক্যাপের সাটারে ধাক্কা দেয়। এতে ওই সাটার ভেঙে লরির ওপরে পড়ে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় তিনি আরো বলেন, ঈদের আগেই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ হয়েছে। আজ পিয়ার ক্যাপের সাটারটা খোলার জন্য শ্রমিকরা কাজ করেছে। কিন্তু গাড়ির ধাক্কায় হঠাৎ করে ভেঙে ছুটে যায়। শ্রমিকদের বলা হয়েছে আজ রাতের মধ্যেই সাটার সড়িয়ে ফেলবেন বলে জানান।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে বলে জানান তিনি।
এমআর/টিএ