নানামুখী বিতর্কে জর্জরিত অবস্থায় দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। শেয়ারবাজার কারসাজি, কাঁকড়া ব্যবসায় অর্থ আত্মসাৎ, স্বর্ণ ব্যবসা ও সর্বশেষ হত্যা মামলার অভিযোগ—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে টাইগার অলরাউন্ডার। তবে এই অবস্থার মধ্যেও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি সব তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে চাই নিরাপত্তা।”
সাকিবের দাবি, শেয়ারবাজারে তিনি কেবল বিনিয়োগ করেছেন, ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন না। তিনি বলেন, “আমি লাভ করিনি, বরং টাকা হারিয়েছি। যদি কেউ দেখাতে পারে আমি কীভাবে লাভ করেছি, আমি সেটাই দেখতে চাই।”
তিনি আরও জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে মেসেজ করেছেন, তবে এখনও সাড়া পাননি। তিনি সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গেও যোগাযোগ করছেন বলে জানিয়েছেন।
সাকিব বলেন, “আমি পালিয়ে যাচ্ছি না। আমি এগিয়ে এসে সবকিছু ঠিক করতে চাই। আমি সেই সুযোগ পাওয়ার যোগ্য।”
গত সাত মাস ধরে ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন। অন্তত দুই বছর লাল-সবুজের জার্সি গায়ে খেলতে চান তিনি। তার জন্য প্রয়োজনীয় যোগাযোগও করছেন বলে জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক।
এসএস/এসএন