১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই আসর। পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে ছয়টি করে দল, প্রতিটি দলে থাকবেন সর্বোচ্চ ১৫ জন করে খেলোয়াড়।
ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরকে। এলএ২৮ আয়োজক কমিটি জানিয়েছে, ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করে অনুষ্ঠিত হবে ক্রিকেট ইভেন্ট।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “ক্রিকেট অলিম্পিকে ফিরে আসা আনন্দের। টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে নতুন দর্শক আকৃষ্ট হবে। আইসিসি আইওসির সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবে।”
প্রসঙ্গত, শেষবার অলিম্পিকে ক্রিকেট খেলা হয় ১৯০০ সালে, যেখানে গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রান্স রৌপ্য পদক জেতে। এরপর বহু চেষ্টা করেও ক্রিকেট আর অলিম্পিকে ফেরেনি। এবার অবশেষে ২০২৮ সালে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ ফিরছে ব্যাট-বলের লড়াই।