ধানমন্ডিতে চার মাস ধরে জোর করে চাঁদা আদায় করছিলেন সেই যুবক
মোজো ডেস্ক 05:52PM, Apr 16, 2025
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের অভিযোগে আশরাফুল আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার আশরাফুল স্বীকার করেছেন যে তিনি ও তার সঙ্গীরা গত তিন থেকে চার মাস ধরে সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেল থেকে চাঁদা আদায় করছিলেন।
বুধবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায়।
এর আগে, ১৩ এপ্রিল সন্ধ্যায়, ধানমন্ডির ২/এ রোড এলাকায় ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জনমনে ক্ষোভ সৃষ্টি করে।
গ্রেফতার আশরাফুল এবং তার অজ্ঞাত সঙ্গীরা ধানমন্ডির ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বর্তমানে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন এবং তার সঙ্গীরা এখনও পলাতক রয়েছেন।