ভরিতে ৩০৩৩ টাকা বেড়ে সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ছাড়াল

কয়েকদিন আগেই স্বর্ণের দাম বেড়ে দেশে নতুন রেকর্ড হয়েছিল। কিন্তু সেই রেকর্ড বেশি দিন স্থায়ী হলো না। চার দিন পরই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলো স্বর্ণের দামে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। দেশের বাজারে স্বর্ণের এতো দাম আগে কখনও হয়নি।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার এ কথা জানায়। আর নতুন দাম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়। 

এর আগে ১২ এপ্রিল এক ভরি স্বর্ণের দাম উঠেছিল এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকায়।

তবে সোমবার (১৪ এপ্রিল) ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা কার্যকর করেছিল বাজুস। এর দুই দিন যেতেই আবার দাম বৃদ্ধির ঘোষণা এলো।


এসএন

Share this news on: