মিরপুর ১ নম্বর থেকে ১৩ নম্বর পর্যন্ত এলাকায় অবৈধ দখল উচ্ছেদে টানা তিন দিনের অভিযান চালানো হবে—এ ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৬ এপ্রিল) মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অঞ্চল-৪ এর বাসিন্দাদের নিয়ে আয়োজিত গণশুনানিতে এসব কথা বলেন তিনি।
এজাজ জানান, দখলমুক্ত কার্যক্রম একদিনের অভিযান চালিয়ে থামানো হবে না, বরং দিনে ও রাতেও একটানা অভিযান চলবে। বৈধভাবে ব্যবসা করতে আগ্রহী ব্যক্তিদের ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে মিরপুরের প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণে অভিযান পরিচালনা করা হবে।
ডিএনসিসি জানায়, নগরবাসীর বিভিন্ন সমস্যা জানতেই ১০টি অঞ্চলে গণশুনানির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে অঞ্চল ১ থেকে ৪ পর্যন্ত ইতোমধ্যে গণশুনানি সম্পন্ন হয়েছে।
গণশুনানিতে অংশ নিয়ে এলাকাবাসী মশার উপদ্রব, ফুটপাত দখল, স্ট্রিট লাইট বন্ধ, জলাবদ্ধতা, খালের দখল পুনরুদ্ধার, খেলার মাঠ রক্ষা এবং অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যের মতো সমস্যাগুলোর কথা তুলে ধরেন।
এই গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন—ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন এবং এলাকার স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির নেতারা, সমাজকর্মী, তরুণ ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
এসএস/এসএন