বাংলাদেশ বিমান বাহিনী তার ৭১নং স্কোয়াড্রনে নতুন অত্যাধুনিক জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন করেছে। বুধবার (১৬ এপ্রিল) এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আনুষ্ঠানিকভাবে এই রাডারের উদ্বোধন করেন।
বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ যোগ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই রাডারটি বিমান বাহিনীর একীভূত করা হলো।
এই নতুন রাডারটির মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ স্লোগানে বাংলাদেশ বিমান বাহিনী আরও একধাপ এগিয়ে গেল। এটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করবে এবং বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতাও আরও শক্তিশালী করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরআর/এসএন