জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচিতে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা প্রদান করবে জার্মানি। বুধবার (১৬ এপ্রিল) জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তহবিল প্রদান করা হবে।
এটি বাংলাদেশ-জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব (সিডিপি) ঘোষণার পর প্রথম তহবিল, যা প্রকল্পের অবকাঠামো এবং পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। এই তহবিল পরবর্তী প্রকল্পগুলোতেও ব্যবহৃত হতে পারে।
আরআর/এসএন