কৃষ-৪: একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক

আলভোলা এক ছেলে রোহিত। বয়সের সঙ্গে সঙ্গে শরীর বেড়েছে তার, কিন্তু বুদ্ধি বাড়েনি। ছোটবেলায় বিজ্ঞানী বাবাকে হারিয়েছেন, জন্ম হয়েছে বুদ্ধি প্রতিবন্দ্বী হিসাবে। একদিন খেলাচ্ছ্বলে বাবার ল্যাবরেটরিতে ডুকে পড়েন। সেখানে উল্টোপাল্টা টিপতে থাকেন বাবার অযত্নে ফেলে রাখা কম্পিউটার।

বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই বাবার দেওয়া কোড ‘ওম’ চাপেন রোহিত, যে কোডে পৃথিবীতে স্পেসক্রাপ্ট নিয়ে রওয়ানা হয়েছিল এলিয়েনরা। রোহিতের অপ্রত্যাশিত ডাকে আবারও পৃথিবীতে আসে এলিয়েনরা। কিন্তু জেনে যায় বাবার হত্যাকারীরা। এলিয়েনদের ধাওয়া করে তারা। কিন্তু ছোট্ট একটি বাচ্চা এলিয়েন তাদের মাহাকাশযানে উঠতে পারেনি। ছোট্ট বাচ্চাটিকে বনের মধ্যে খেলাচ্ছ্বলে খুঁজে পায় প্রতিবন্ধী রোহিত। এরপর বদলে যায় তার জীবন। এমন গল্পে ২০০৩ সালে মুক্তি পায় ‘কোই মিল গ্যায়া’ নামে একটি সিনেমা।

রাকেশ রোশন পরিচালিত এ সিনেমার মাধ্যমে ‘কহোনা পেয়ার হ্যায়’ দিয়ে অভিষিক্ত হৃতিক রোশান নিজেকে একেবারে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন দর্শকদের সামনে। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ নামে সিনেমাটির সিক্যুয়াল তৈরি হয়। পরবর্তীতে একই নামে আরও দুটি কিস্তি নিয়ে এটি একটি ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে দাঁড়িয়ে যায় বলিউডে। প্রতি পর্বেই এ সিনেমায় ‘ডাবল রোল’ অর্থাৎ বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান। বর্তমানে সিনেমাটির চতুর্থ কিস্তিুর প্রি-প্রোডাকশনের কাজ চলমান।

জানা গেছে, এবার একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক। অর্থাৎ ‘কৃষ-৪’-এ তিনটি চরিত্রে হাজির হচ্ছেন তিনি। চতুর্থ কিস্তি নিয়ে আরও কিছু চমকপ্রদ খবর রয়েছে। অভিনয়ে আসার আগে বাবা রাকেশ রোশনের সঙ্গে সহকারি পরিচালক হিসাবে একাধিক সিনেমায় কাজ করেছেন হৃতিক। কৃষের চার নাম্বার ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব এবার রাকেশ দিয়েছেন ছেলে হৃতিকের হাতে। অর্থাৎ তিন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘কৃষ-৪’ পরিচালনা করবেন হৃতিক! ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এবার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলিউডে।

এবারের পর্বে ‘কোই মিল গ্যায়া’র এলিয়েন বাচ্চা ‘যাদু’ও ফিরছে। শুধু তাই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ‘কোই মিল গ্যায়া’ থেকে ‘কৃষ-৩’, সব সিনেমার প্রায় সব চরিত্রকেই চার নাম্বার কিস্তিতে হাজির করছেন হৃতিক। অর্থাৎ নতুন পর্বে রেখার সঙ্গে থাকছেন প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়। একটি চরিত্রে নোরা ফতেহিকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কঙনা রানাউতকে দেখা যাবে কী সেটা অনিশ্চিত।

এ সিনেমায় মূল পরিচালকের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন হৃতিক। একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করে কতটা সাফল্য পান বলিউডের এই সুপারস্টার, সেটাই এখন দেখার বিষয়। চলতি বছরের তৃতীয় ভাগে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। মুক্তি পাবে ২০২৬ সালে। এদিকে কাজের সূত্রে হৃতিক বর্তমানে ‘ওয়ার-২’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

এফপি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025