কৃষ-৪: একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক

আলভোলা এক ছেলে রোহিত। বয়সের সঙ্গে সঙ্গে শরীর বেড়েছে তার, কিন্তু বুদ্ধি বাড়েনি। ছোটবেলায় বিজ্ঞানী বাবাকে হারিয়েছেন, জন্ম হয়েছে বুদ্ধি প্রতিবন্দ্বী হিসাবে। একদিন খেলাচ্ছ্বলে বাবার ল্যাবরেটরিতে ডুকে পড়েন। সেখানে উল্টোপাল্টা টিপতে থাকেন বাবার অযত্নে ফেলে রাখা কম্পিউটার।

বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই বাবার দেওয়া কোড ‘ওম’ চাপেন রোহিত, যে কোডে পৃথিবীতে স্পেসক্রাপ্ট নিয়ে রওয়ানা হয়েছিল এলিয়েনরা। রোহিতের অপ্রত্যাশিত ডাকে আবারও পৃথিবীতে আসে এলিয়েনরা। কিন্তু জেনে যায় বাবার হত্যাকারীরা। এলিয়েনদের ধাওয়া করে তারা। কিন্তু ছোট্ট একটি বাচ্চা এলিয়েন তাদের মাহাকাশযানে উঠতে পারেনি। ছোট্ট বাচ্চাটিকে বনের মধ্যে খেলাচ্ছ্বলে খুঁজে পায় প্রতিবন্ধী রোহিত। এরপর বদলে যায় তার জীবন। এমন গল্পে ২০০৩ সালে মুক্তি পায় ‘কোই মিল গ্যায়া’ নামে একটি সিনেমা।

রাকেশ রোশন পরিচালিত এ সিনেমার মাধ্যমে ‘কহোনা পেয়ার হ্যায়’ দিয়ে অভিষিক্ত হৃতিক রোশান নিজেকে একেবারে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন দর্শকদের সামনে। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ নামে সিনেমাটির সিক্যুয়াল তৈরি হয়। পরবর্তীতে একই নামে আরও দুটি কিস্তি নিয়ে এটি একটি ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে দাঁড়িয়ে যায় বলিউডে। প্রতি পর্বেই এ সিনেমায় ‘ডাবল রোল’ অর্থাৎ বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান। বর্তমানে সিনেমাটির চতুর্থ কিস্তিুর প্রি-প্রোডাকশনের কাজ চলমান।

জানা গেছে, এবার একাই তিন চরিত্র সামলাবেন হৃতিক। অর্থাৎ ‘কৃষ-৪’-এ তিনটি চরিত্রে হাজির হচ্ছেন তিনি। চতুর্থ কিস্তি নিয়ে আরও কিছু চমকপ্রদ খবর রয়েছে। অভিনয়ে আসার আগে বাবা রাকেশ রোশনের সঙ্গে সহকারি পরিচালক হিসাবে একাধিক সিনেমায় কাজ করেছেন হৃতিক। কৃষের চার নাম্বার ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব এবার রাকেশ দিয়েছেন ছেলে হৃতিকের হাতে। অর্থাৎ তিন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘কৃষ-৪’ পরিচালনা করবেন হৃতিক! ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এবার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলিউডে।

এবারের পর্বে ‘কোই মিল গ্যায়া’র এলিয়েন বাচ্চা ‘যাদু’ও ফিরছে। শুধু তাই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ‘কোই মিল গ্যায়া’ থেকে ‘কৃষ-৩’, সব সিনেমার প্রায় সব চরিত্রকেই চার নাম্বার কিস্তিতে হাজির করছেন হৃতিক। অর্থাৎ নতুন পর্বে রেখার সঙ্গে থাকছেন প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়। একটি চরিত্রে নোরা ফতেহিকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কঙনা রানাউতকে দেখা যাবে কী সেটা অনিশ্চিত।

এ সিনেমায় মূল পরিচালকের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন হৃতিক। একসঙ্গে এতগুলো দায়িত্ব পালন করে কতটা সাফল্য পান বলিউডের এই সুপারস্টার, সেটাই এখন দেখার বিষয়। চলতি বছরের তৃতীয় ভাগে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। মুক্তি পাবে ২০২৬ সালে। এদিকে কাজের সূত্রে হৃতিক বর্তমানে ‘ওয়ার-২’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

এফপি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি Jul 12, 2025
img
আদর্শিক দ্বন্দ্বে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড.ফয়জুল হক Jul 12, 2025
img
আমার দলের কেউ দখলবাজি-চাঁদাবাজিতে জড়ালে ছাড় দেওয়া হবে না: শামা ওবায়েদ Jul 12, 2025
img
অপরাধী কোন দলের, কোন মাপের নেতা, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় : র‍্যাব মহাপরিচালক Jul 12, 2025
img
নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে রাস্তায় ব্যবসায়ীরা Jul 12, 2025
img
ভাইয়ের স্বপ্নপূরণে ইতালির বিশ্বকাপ নায়ক জো বার্নস Jul 12, 2025
img
মুক্তির আগেই সিকুয়েলের ভাবনা: প্রভাসের ‘দ্য রাজা সাব’ নিয়ে হইচই Jul 12, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে ঢাবিতে Jul 12, 2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশে ছুটিতে পুতুল Jul 12, 2025
তার কাছে বাড়ি গাড়ি চাইতে আসিনি, তাহলে ওগুলো নিয়ে চলে যেতাম : ইশরাত জাহান রিদিকা Jul 12, 2025
img
প্রথম দিনেই একশ কোটির লক্ষ্য ‘ওয়ার ২’-এর Jul 12, 2025
img
ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার: ত্রাণ উপদেষ্টা Jul 12, 2025
img
ভুল তথ্য প্রচার হচ্ছে, অভিনেত্রী হুমাইরার মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাই Jul 12, 2025
img
নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে: উপ-প্রেস সচিব Jul 12, 2025
img
টলিউডে পুজার নতুন শুরু, সঙ্গী দুলকার Jul 12, 2025
img
মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 12, 2025
img
ধাড়াক ২ ট্রেলারে নজর কাড়লেন সিদ্ধান্ত ও তৃপ্তি Jul 12, 2025
img
'জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি', সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটি নিয়ে প্রেস সচিব Jul 12, 2025
img
২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস Jul 12, 2025
img
‘বাহুবলী ৩’ কি আসবে? দশ বছর পরেও প্রশ্ন অনড় Jul 12, 2025