সাকিবের নির্বাচন কভারের ভাইরাল ছবির ব্যাপারে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের অনেক সাংবাদিকের মতোই তখন তারকা এই ক্রিকেটারের নির্বাচন কভার করেছিলেন তৎকালীন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছিলেন তিনি।

যা এখন ফেসবুকে ফলাও করে প্রচার করছে আওয়ামী লীগের কর্মীরা। সেই ছবি এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে সাকিবের নির্বাচন কভারের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল।

প্রেস সচিব জানান, আমি জানি ‘মাদার অফ হিউম্যানিটি’ যুগের ১৬ বছরে আমি কী করেছি! ফেসবুকে আমার যেকোনো ছবি এবং মন্তব্য খুঁজে বের করতে আপনাকে স্বাগত। আপনার কাজটি আমার স্মৃতিগুলিকে তাজা করতে সাহায্য করবে এবং একদিন আমাকে একটি বই লিখতে সাহায্য করবে, বলেও জানান তিনি।

সাকিবের নির্বাচন কাভার করা নিয়ে প্রেস সচিব তার ফেসবুক পোস্টে লিখেন, সাকিব আল হাসানের নির্বাচন কভার করার জন্য ২০২৩ সালের ডিসেম্বরে মাগুরা ভ্রমণের ছবিগুলো ‘বাল বট বাহিনী’ এবং ‘আপা ভক্তরা’ শেয়ার করছে। তাদের মতে, আমি সাকিবের সঙ্গে পুরো একটা দিন কাটিয়েছি এবং তার নির্বাচনে অংশগ্রহণের উপর একটি দীর্ঘ গল্প লিখেছি, যার ফলাফল সন্দেহাতীত।

তিনি আরও লিখেছেন, আমরা তার প্রচারণায় তাকে অনুসরণ করেছি। এর মধ্যে, আমি ভোটারদের সাথে আলাপচারিতা করার জন্য বিভিন্ন স্থানে থেমেছি এবং প্রচারণার ছবি তুলেছি। সাকিবের পোস্টার সর্বত্র ছিল -- চায়ের দোকানে, রাস্তার উপরে ঝুলছে এবং প্রতিটি দেয়ালে সাঁটানো হয়েছে। অন্যান্য প্রার্থীদের- বিশেষ করে বাংলাদেশ কংগ্রেস পার্টির একজন নেতার - কয়েকটি পোস্টারও রাস্তায় দেখা যাচ্ছে, যা ৭ জানুয়ারি, ২০২৪ সালের কারচুপির নির্বাচনে বিরোধী দলের উপস্থিতির প্রতীক হিসেবে দেখা যায়।

শফিকুল আরও বলেন, আমার সাংবাদিকতা জীবনে, আমি হাজার হাজার ছবি তুলেছি। ২০১১ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগদানের পর থেকে আপনি যদি আমাকে ফেসবুকে অনুসরণ করে থাকেন, তাহলে আপনি আমাকে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন চরিত্রের সঙ্গে দেখতে পাবেন। এই ভ্রমণগুলি করার সৌভাগ্য আমার হয়েছে। গত বছর একটি অস্থায়ী মুজিব জাদুঘরে পেঙ্গুইন জ্যাকেট পরা আমার কিছু ছবি ভাইরাল হয়েছিল। ইচ্ছাকৃতভাবে ছবি তোলার জন্য কেউ কেউ আমাকে জনসাধারণের শত্রু নম্বর ওয়ান হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছিল।

পোস্টের শেষ অংশে তিনি বলেন, আমি জানি মাদার অফ হিউম্যানিটি যুগের ১৬ বছরে আমি কী করেছি! আমার ফেসবুকে যেকোনো ছবি এবং মন্তব্য খুঁজে পেতে আপনাকে সর্বদা স্বাগত। আপনার কাজটি আমার স্মৃতিগুলিকে তাজা করতে সাহায্য করবে এবং একদিন আমাকে একটি বই লিখতে সাহায্য করবে! ধন্যবাদ!’

এই পোস্টের আগে, সাকিবকে নিয়ে আরও একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন শাফিকুল আলম। যেখানে তিনি লিখেছেন, ‘সাকিবের আ. লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু একটি ভুল না, বরং এটি বিশ্বাসঘাতকতা ছিল।’

দীর্ঘ ওই পোস্টে শফিকুল আলম আরও লেখেন, সাকিব আল হাসানের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত স্বভাবতই ভুল ছিল না। প্রতিটি নাগরিকের রাজনৈতিক সক্রিয়তায় অংশগ্রহণ করার এমনকি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলার অধিকার রয়েছে। কিন্তু মুখ্য বিষয়টি হলো তিনি রাজনীতিতে যোগদান করেছেন কি না, তা নয়। বরং তিনি কার সাথে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে।

প্রেস সচিব লেখেন, যখন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল— যেমন গণহত্যা, জোরপূর্বক গুম, নির্বিচারে গ্রেফতার, বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইনি অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পদ্ধতিগত দুর্নীতি, এমনকি ব্যাংক ডাকাতি; সাকিব নৈতিকভাবে অপ্রতিরোধ্য একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল না, এটি ছিল কঠোর আন্তর্জাতিক তদন্তের অধীনে থাকা একটি শাসনব্যবস্থার প্রতি নীরব সমর্থন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ Jul 10, 2025
img
শততম জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন মাহাথির Jul 10, 2025
img
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল Jul 10, 2025
img
৭১ ছিলো ভারত-পাকিস্তান যুদ্ধ, জুলাই আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা Jul 10, 2025
উ'চ্ছেদের আগে পুনর্বাসন চান দোকানদাররা! Jul 10, 2025
জামায়াতের মহাসমাবেশ: কারা আসছে, প্রস্তুতিতে কী চমক? Jul 10, 2025
ফেনী কি পুরোপুরি পানির নিচে? টানা বৃষ্টিতে বিপদসীমার উপরে নদ-নদী! Jul 10, 2025
img
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা : জোভান Jul 10, 2025
ফেনীতে নতুন করে প্লাবিত ছাগলনাইয়া, আশ্রয়কেন্দ্রে ৭ হাজার মানুষ Jul 10, 2025
img
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন Jul 10, 2025
img
এসএসসি ২০২৫: জিপিএ ৫ কমেছে ৪৩ হাজার Jul 10, 2025
img
অ্যাটলির মহাবাজেটের সিনেমায় আল্লু-রাশমিকা Jul 10, 2025
img
মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ Jul 10, 2025
img
এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর Jul 10, 2025
img
এসএসসি ২০২৫: ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী Jul 10, 2025
img
সাত দফা দাবিতে ১৯ জুলাই সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ Jul 10, 2025
img
পেটের ভেতরে ৭ ইঞ্চি কাঁচি রেখেই সেলাই , ৭ মাস পর অপসারণ Jul 10, 2025
img
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৮৪ জন Jul 10, 2025
img
কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ Jul 10, 2025
img
ফের আসছে ‘খাদান ২’, দেব-যিশুকে নিয়ে প্রস্তুতি জোর কদমে Jul 10, 2025