দর্শকদের মনোভাব প্রসঙ্গে যা বললেন ইমরান হাশমি

চলচ্চিত্র নির্মাতাদের প্রিয় বিষয় দেশপ্রেম। মনোজ কুমার থেকে শুরু করে অক্ষয় কুমার কিংবা শাহরুখ খান— পর্দায় দেশপ্রেমের কারণে জনপ্রিয় হয়েছেন অনেকেই। কিন্তু ইদানীং স্বদেশপ্রীতির ছবিতে অনেকাংশেই উগ্র দেশপ্রেমের প্রচার চালাচ্ছে, এমন অভিযোগ উঠছে । 

সে বিষয়ে সম্প্রতি মুখ খুললেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এক সাক্ষাৎকারে ইমরান দাবি করেন, কোনও ছবিতে উগ্র দেশপ্রেম দেখানো হলে তা আরোপিত বলে মনে হয়। তিনি বলেন, ‘দর্শকও বুঝতে পারেন দৃশ্যগুলো বাস্তবসম্মত হচ্ছে না।’

ইমরানকে আগামী দিনে দেখা যাবে ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে। ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত এই ছবিও আসলে দেশপ্রেম ঘরানারই ছবি। এক বিএসএফের জীবন অবলম্বনে নির্মিত। এ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই ইমরান দাবি করেন, ‘এ ধরনের ছবিতে কাজ করার আগে আমি বুঝে নেওয়ার চেষ্টা করি, উগ্র জাতীয়তাবাদ ছবিটিকে গ্রাস করবে না তো।’

অভিনেতার দাবি, ‘গ্রাউন্ড জিরো’ একেবারেই বাস্তব কাহিনি নির্ভর একটি ছবি হতে চলেছে সীমান্তরক্ষী বাহিনী নরেন্দ্রনাথ ধর দুবের জীবন অবলম্বনে। তার কথায়, ‘২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্যই আমরা তুলে ধরতে চেয়েছি নাটকীয় বিনোদনের মোড়কে। নাটক এমনই যে সামান্য অতিরঞ্জন ঘটলেই ভারসাম্য নষ্ট হয়ে যায়।’

ইমরান আরও বলেন, ‘যখন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ছবি তৈরি করা হয়, তখন সতর্ক তো থাকতেই হয়। সমস্ত কিছু যেন অনুপুঙ্খ হয়, সেদিকে নজর রাখা দরকার। কারণ ওই সীমান্তরক্ষী বাহিনীর পরিবারের সদস্যরাও ছবিটি দেখবেন। ফলে এই সংবেদনশীল বিষয়টিতে যথেষ্ট জ্ঞান রাখা প্রয়োজন।’

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025
img
পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও Apr 19, 2025
img
ডেমি মুর আগে থেকেই জানতেন, অস্কার উঠবে মাইকির হাতে! Apr 19, 2025
img
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Apr 19, 2025
img
হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখার্জি Apr 19, 2025
img
শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫টি দোকান Apr 19, 2025