৯৭তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন, শন বেকারের প্রশংসিত ছবি আনোরা-তে অনবদ্য অভিনয়ের জন্য। ছবিটি মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে, যার মধ্যে সেরা ছবির পুরস্কারও ছিল।
তবে অনেকের প্রত্যাশা ছিল, দ্য সাবস্ট্যান্স-এ অভিনয়ের জন্য ডেমি মুরই হয়তো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতবেন। কিন্তু পুরস্কার ঘোষণার আগেই ডেমি যেন ভবিষ্যৎ দেখেছিলেন।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমি বলেন, “পুরস্কারের আগেই ম্যানেজারকে বলেছিলাম, ‘মনে হচ্ছে মাইকিই জিতবে’। কেন এমনটা মনে হয়েছিল জানি না, তবে আমি খুব শান্ত ছিলাম। বিশ্বাস ছিল, যা হবে, ভালোর জন্যই হবে।”
ডেমির এই ভাবনার পেছনে যুক্তিও ছিল—অস্কার রাতেই যখন আনোরা একে একে সেরা পরিচালক, সেরা সম্পাদক ও সেরা স্ক্রিনপ্লে জিতে নেয়, তখনই আন্দাজ পাওয়া যাচ্ছিল, মাইকি এগিয়ে রয়েছেন।
অস্কার না পেলেও ডেমির মধ্যে কোনো আক্ষেপ নেই। বরং তিনি পরদিনই ইনস্টাগ্রামে মাইকিকে শুভেচ্ছা জানান, “এটা একটা জীবনের যাত্রা। আমরা কেবল শুরু করলাম। আমার টিমের প্রতি কৃতজ্ঞ। আর অভিনন্দন মাইকি ম্যাডিসন—তোমার পরবর্তী কাজের অপেক্ষায় থাকলাম।”
আরআর/এসএন