শিগগিরই জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান অ্যাডভোকেট শিশির মনির। এ সময় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সাল হবে বলে জানান তিনি।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্য দলের শীর্ষ নেতারা মুক্ত হলেও এক যুগের বেশি সময় ধরে কারাগারে এ টি এম আজহার। সেটিও নিয়ে অসন্তোষ রয়েছে দলটির ভেতরে-বাইরে। তবে মুক্তির আইনি প্রক্রিয়া শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা।
আগামী রবিবার থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচারকাজ শুরু হবে। কিন্তু ২৩ থেকে ৩০ এপ্রিল প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর এই দুই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন শিশির মনির।
অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগেই ভোটের প্রস্তুতি নিতে শুরু করে রাজনৈতিক দলগুলো।পিছিয়ে থাকেনি জামায়াতও।
এমআর/এসএন