শাহরুখ-ফারহানের দ্বন্দ্বে যা বললেন আলি খান

বলিউড বাদশাহ শাহরুখ খান ও ফারহান আখতারের যৌথ প্রযোজনায় ‘ডন’ ও ‘ডন ২’-বক্স অফিসে ব্লক বাস্টার হয়। যদিও এই 'ডন' তৈরির সময়ই নাকি শাহরুখ ও ফারহানের মধ্যে মতবিরোধ হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়টিই সামনে আনেন অভিনেতা আলি খান।
 
সিনেমা ডন ২-তে ‘দিওয়ান’ চরিত্রে অভিনয় করেছিলেন আলি খান। তিনি বলেন, সিনেমায় শাহরুখ খান একটি দৃশ্য তৈরি করতে চেয়েছিলেন। আর কিং খানের সেই সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছিলেন পরিচালক ফারহান আখতার। সেদিন যা ঘটেছিল, সে কথাই জানালেন অভিনেতা আলি খান।

পুরোনো কথা স্মরণ করে আলি বলেন, উনি (এসআরকে) সিনেমার একটি দৃশ্য মুখস্থ করেননি। তাই সহকারী ওনার হাতে চিত্রনাট্য ধরিয়ে দেন।। উনি চিত্রনাট্য দেখে বললেন— 'হ্য়াঁ, ঠিক আছে বস, চলো এবার পড়ি।' আমরা দৃশ্যটি পড়েছি... সবশেষে শাহরুখ নিজেই এক লাইন অ্যাড করে দেন।

আলি খান বলেন, সেই সময় ফারহান সব কিছু খেয়াল করছিলেন— শাহরুখকে দেখছিলেন। শাহরুখ অতিরিক্ত লাইনটি বলার পরই তিনি মাথা নাড়তে থাকেন। এরপর দৃশ্য শেষ হওয়ার পর কিং খান ফারহানের উদ্দেশে বলেন— চল এবার খেতে যাই। এরপরই ফারহান বললেন— শাহরুখ, তুমি যে লাইনটা যোগ করলে ওটা কিন্তু চিত্রনাট্যে নেই। তাই আমার মনে হয়, যেভাবে চিত্রনাট্যে আছে, ওভাবে একবার পড়া হোক।

এরপরই শাহরুখ খান বললেন, ‘আবে সালে, ডন বন রাহা হ্য়ায়, লেকিন ডন কন হ্য়ায়? পাবলিক কো শাহরুখ খান ভি তো দেখনা হ্যায় না। রিল্যাক্স করো, ডোন্ট ওয়ারি। ম্যায় করতা হুঁ না।’ অর্থাৎ কিন্তু ডনটা কে? লোকজন শাহরুখকেও দেখতে চায়। তাই নিশ্চিন্তে থাকো। আমি সব ঠিক করছি।

আলি খানের কথায়, সেই সময় ফারহান শাহরুখকে বিরক্ত না করতে বলেন। তবে পোস্ট প্রোডাকশনের সময় দৃশ্যটি এডিটে বাদ দিতে বলেন। যদিও সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। কারণ শাহরুখও ওই সিনেমার সহপ্রযোজক ছিলেন।

আলি বলেন, অবশেষে শাহরুখ খান তার ইম্প্রোভাইজড লাইন ব্যবহার করেছিলেন। সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছিল। আর তাই শেষ পর্যন্ত শাহরুখ নিজের ওই লাইনটি ব্যবহার করে তবেই ছেড়েছিলেন। আর ছবিও ছিল ব্লকবাস্টার।

উল্লেখ্য, ফারহান আখতার এবার ডন ৩ আনছেন। যদিও এবার শাহরুখ নন, তার ছেড়ে যাওয়া চটিতে পা গলাচ্ছেন রণবীর সিং। কারণ শাহরুখ ডন-৩ প্রস্তার ফিরিয়ে দিয়েছেন। তথ্যানুযায়ী, শাহরুখ ও ফারহানের সিনেমার গল্প নিয়ে মতবিরোধ ছিল। আর তাই সুপারস্টার এ সিনেমায় অভিনয়ে ‘না’ করে দেন।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025
img
পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও Apr 19, 2025
img
ডেমি মুর আগে থেকেই জানতেন, অস্কার উঠবে মাইকির হাতে! Apr 19, 2025
img
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Apr 19, 2025
img
হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখার্জি Apr 19, 2025
img
শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫টি দোকান Apr 19, 2025
img
‘পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর’ লিখে পোশাক কর্মীর আত্মহত্যা Apr 19, 2025