উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েটে মশাল মিছিল
মোজো ডেস্ক 11:10PM, Apr 17, 2025
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কুয়েট ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এর আগের দিন, বুধবার, উপাচার্যের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়। দুপুরে শিক্ষার্থীরা এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এর প্রতিবাদে দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সভায় ২ মে হল এবং ৪ মে একাডেমিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা বহিষ্কার ও হল খোলার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। পরদিন, মঙ্গলবার দুপুরে তারা ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।