কুমিল্লার নাঙ্গলকোটে পরীক্ষার হলের ছাদ বেয়ে নকল সরবরাহের সময় এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় ইমরান হোসেন (১৯) নামের ওই যুবককে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাফিদ খান জানান, ইমরান তার এক আত্মীয় পরীক্ষার্থীকে ছাদ বেয়ে নকল সরবরাহ করছিলেন। নিয়ম অনুযায়ী পরীক্ষা আইন ১৯৮০ (ধারা ১১-ক) অনুসারে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ট্যাগ অফিসার শহীদুল ইসলাম বিষয়টি নজরে আনেন। এরপর উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় তাকে আটক করে দণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় উত্তেজনাও সৃষ্টি হয়; স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রশাসনের গাড়ি আটকে প্রতিবাদ জানায়। পরে পুলিশি নিরাপত্তায় ইমরানকে উপজেলা কার্যালয়ে নেওয়া হয়।
এছাড়া, একই দিন উপজেলার আরও চারটি কেন্দ্র থেকে ১৫ জন পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে মৌকারা মাদরাসার চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
এসএস