কারাগারে স্বামীকে দেখতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
মোজো ডেস্ক 11:50PM, Apr 17, 2025
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক তরুণীকে সিএনজিতে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, তরুণীটি তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন। সাক্ষাৎ শেষে সিএনজিতে উঠেন, যেখানে আগে থেকে থাকা দুই নারী যাত্রী কিছু দূর যাওয়ার পর নামেন। এরপর পুরুষ যাত্রীরা সিএনজিতে উঠেন এবং চালকসহ তারা কৌশলে তরুণীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেন। পরবর্তী সময়ে ভোরে ধর্ষণকারীরা পালিয়ে যায়।
তরুণী আশপাশের লোকজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, "তরুণীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে এবং আসামি শনাক্তের চেষ্টা চলছে। তরুণীর মেডিক্যাল চেকআপের পর মামলা গ্রহণ করা হবে।"