পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ
মোজো ডেস্ক 02:14AM, Apr 18, 2025
স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার পাওনার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ আগে থেকে দুই ধরনের হিসাব দিয়ে আসছে—একটি ৪০০ কোটি, অপরটি ৪৩২ কোটি ডলার। এ দাবিগুলোর বিষয়টি বৈঠকে উত্থাপন করা হয়েছে।
বৈঠকে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ইস্যুও আলোচনায় আসে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ, জানিয়েছে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।
এ সময় পররাষ্ট্রসচিব জানান, দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান না হলে সম্পর্ক মজবুত ভিত্তির ওপর দাঁড়ানো সম্ভব নয়। সরাসরি বিমান যোগাযোগ চালুর দিকেও ইঙ্গিত দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সম্মান ও লাভের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন করতে চাই। এটি কোনো পক্ষ নেওয়ার বিষয় নয়।”