রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শ্যামলীতে এক অনুষ্ঠানে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এসব মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্র জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে শেরেবাংলা নগর থানা ৬৩টি, হাতিরঝিল ৫৪টি, মোহাম্মদপুর ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল ৩২টি, আদাবর ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি মোবাইল উদ্ধার করেছে।
ডিসি ইবনে মিজান জানান, “বিভাগের ছয় থানার অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করে মোবাইল উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত প্রায় আড়াই শতাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে।”
ছিনতাই প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “গত তিন মাসে ৮০০-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ব্লক রেইড ও বিশেষ টিমের অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনীও ছিনতাই প্রতিরোধে কাজ করছে।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সাধারণত একাধিক হাত ঘুরে বিক্রি হয়ে যায়, তাই সেগুলো শনাক্ত ও ফিরিয়ে দিতে বাড়তি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এসএস