রাজধানীতে দোকানপাট কিংবা দর্শনীয় স্থানে যাওয়ার পরিকল্পনা থাকলে আগেভাগে জেনে নেওয়া জরুরি কোন কোন স্থান শুক্রবার বন্ধ থাকে। না হলে সময় ও শ্রম দুই-ই বৃথা যেতে পারে। রাজধানীতে যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে যদি দেখা যায় দোকানপাট কিংবা জাদুঘর বন্ধ, তাহলে হতাশা ছাড়া কিছুই অর্জিত হয় না। তাই পরিকল্পনার আগে জেনে নিন শুক্রবার কোথায় কোথায় যাবেন না।
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট—সবই শুক্রবার বন্ধ থাকবে।
বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর শুক্রবার (ও বৃহস্পতিবার) সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। একইসঙ্গে আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও শুক্রবার বন্ধ থাকে। এই জাদুঘর সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা এবং শনি-রবিবার সন্ধ্যায় ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগ থাকে।
এছাড়া শিশু একাডেমি জাদুঘরও শুক্র ও শনিবার বন্ধ থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে।
সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে আগে থেকেই জানা থাকলে সময় ও ভোগান্তি দুটোই বাঁচানো সম্ভব। তাই যেকোনো পরিকল্পনার আগে দেখে নিন আপনার গন্তব্য শুক্রবার খোলা থাকবে কি না।
আরআর/টিএ