রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার

ঢাকার মিরপুর এলাকায় চাপাতি ঠেকিয়ে তরুণীর ভ্যানিটি ব্যাগ ও রুপার চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতারকরেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম শাকিল। গত শুক্রবার ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, শাকিল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত। গত বৃহস্পতিবার ভোরে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এক তরুণীর রিকশার গতিরোধ করে চাপাতি ঠেকিয়ে ছিনতির ঘটনা ঘটে। তরুণীর কাছ থেকে একটি রুপার চেইন, ভ্যানিটি ব্যাগ, আড়াই হাজার টাকা ও তিনটি ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, গ্রেপ্তার শাকিল ছিনতাইয়ের সময় মোটরসাইকেলের চালকের ভূমিকায় ছিলেন। তার দেওয়া তথ্যে ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি তার মণিপুর এলাকার বাসা থেকে এবং ছিনতাই করা আড়াই হাজার টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল গাজীপুরের পুবাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে যুক্ত আরও এক সদস্য শ্যামলকে ধরতে সাভারের কাউনদিয়া এলাকায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল পালিয়ে যায়। তাকে ও তার সহযোগীকে ধরতে অভিযান চলছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় থাকা তরুণ ও তরুণীর সামনে মোটরসাইকেল থামিয়ে তিন ছিনতাইকারী নামেন। তাদের মধ্যে একজন সাদা টি-শার্ট পরা যুবক কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীকে ভয় দেখায় এবং তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। অপরজন কালো শার্ট পরা ছিনতাইকারী তরুণীর গলা থেকে রুপার চেইন ও একটি ব্যাগ কেড়ে নেয়। ঘটনার এক পর্যায়ে তরুণীর সঙ্গী তরুণ তার ব্যাগ ফেরত চাইলে ছিনতাইকারীরা সেটি ছুড়ে মেরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে একজন নিরাপত্তাকর্মী লাঠি হাতে এসে উপস্থিত হন।

পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025