ভারতের পাঞ্জাবে একাধিক গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়াকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, হারপ্রীতের বিরুদ্ধে অন্তত ১৪টিরও বেশি সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে।
এফবিআই জানায়, হ্যাপি প্যাসিয়া দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ধরা পড়ার ভয়ে তিনি বার্নার ফোন ব্যবহার করতেন—যা একটি ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয়, অবস্থান ও নম্বর গোপন রাখে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা হারপ্রীতের নাম প্রকাশ করে জানায়, তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। এই হামলা নিষিদ্ধ সংগঠন বাব্বার খালসা ইন্টারন্যাশনালের (BKI) একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, যা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী হারভিন্দর সিং ওরফে রিন্ডার সহায়তায় যুক্তরাষ্ট্র থেকেই পরিচালিত হচ্ছিল।
হারপ্রীতের বিরুদ্ধে ভারতে ১৮টি ফৌজদারি মামলা রয়েছে, যার সবকটিই সন্ত্রাস, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে থেকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ ঘটনা সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
আরআর/টিএ