নতুন নাটকীয়তায় ফ্লোরেন্স পুগ

‘ডুন পার্ট ২’-এর দারুণ সাফল্যের পর, বহুল আলোচিত ‘ডুন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডুন: মেসিয়াহ’-তে আবারও দেখা যাবে ফ্লোরেন্স পুগকে। রাজনীতি ও কূটচালে দক্ষ প্রিন্সেস ইরুলান চরিত্রে তার আগমন আগের কিস্তিতেই চমক সৃষ্টি করেছিল। এবার সেই চরিত্রে আরও জটিল ও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন তিনি।

সম্প্রতি এক মার্কিন গণমাধ্যমের সাক্ষাৎকারে ফ্লোরেন্স পুগ জানিয়েছেন, ডুন মহাবিশ্বে তার চরিত্রের যাত্রা কেবল শুরু হয়েছে। তিনি সরাসরি কোনো কাহিনি ফাঁস না করলেও তার কথায় ইঙ্গিত পাওয়া গেছে, ভবিষ্যতের কিস্তিতে প্রিন্সেস ইরুলানের প্রভাব অনেক গভীরভাবে পর্দায় ফুটে উঠবে।

‘ডুন পার্ট ২’-তে দেখা যায়, ইরুলান রাজকীয় কর্তব্যে বাধ্য হয়ে পল আত্রেইডিসকে (টিমোথি শ্যালামে) বিয়ে করতে রাজি হন, যদিও তিনি জানতেন পলের হৃদয় রয়েছে চেনি (জেনডায়া) । এই রাজনৈতিক বিয়ের মধ্যেই তার চরিত্রের কৌশল ও ভিন্নতা ধরা পড়ে। ফ্লোরেন্সের কথায় স্পষ্ট যে, এই নাটকীয় সম্পর্কটি ভবিষ্যতের কাহিনিতে বড় ভূমিকা রাখতে চলেছে।

‘ডুন: মেসিয়াহ’-তে মূল কাস্টের বেশিরভাগই ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এক চমকপ্রদ ঘোষণা। জানা যায়, ডানকান আইডাহো চরিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন জেসন মোমোয়া। যদিও তাকে দ্বিতীয় কিস্তিতে দেখা যায়নি, তবে তার ফিরে আসার খবর ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এ ছাড়া রবার্ট প্যাটিনসনকে একজন প্রধান ভিলেন চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে, যদিও নির্মাতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলেনিউভ। যদিও ছবির মুক্তির নির্দিষ্ট দিন এখনো প্রকাশ করা হয়নি, তবে হলিউড সূত্র বলছে, ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পেতে পারে ‘ডুন: মেসিয়াহ’।

ডুন মহাবিশ্বের এই পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, পল, চেনি, ইরুলান ও ডানকানের ভবিষ্যৎ যাত্রা কেমন নাটকীয় মোড় নেয়।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আশা করি ড. ইউনূস সফল হবেন : মির্জা ফখরুল Apr 19, 2025
img
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প Apr 19, 2025
img
ঢাকা পলিটেকনিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি, লাল কাপড়ে ঢাকলো মূল ফটক Apr 19, 2025
img
“গুপ্তচরের গুণ থাকলে একজনের উপর নজর রাখতাম” — ইঙ্গিত কি নাগ চৈতন্যের দিকে? Apr 19, 2025
img
আবার খুলছে হগওয়ার্টসের দরজা! নতুন ‘হ্যারি পটার’ সিরিজে কারা থাকছেন? Apr 19, 2025
img
‘এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি’ Apr 19, 2025
img
ঋতুস্রাব নিয়ে পুরুষদের প্রতি কড়া বার্তা জাহ্নবীর: “তারা পারত না টিকতে!” Apr 19, 2025
img
বনলতা সেনের চরিত্রে নাবিলা Apr 19, 2025
img
ইতালিতে এক মাসের ছুটিতে প্রভাস Apr 19, 2025